ডায়াবেটিক রোগীদের জন্য গুগলের কনট্যাক্ট লেন্স
ডায়াবেটিক রোগীদের জন্য অভিনব কনট্যাক্ট লেন্স তৈরি করেছে গুগল। সুগার লেভেল পরীক্ষা করার জন্য এখন আর ডায়াবেটিস আক্রান্তদের বার বার সুইয়ের খোঁচা নেয়া লাগবে না। লেন্সটি চোখের পানিতে গ্লুকোজ লেভেল শনাক্ত করতে সক্ষম। বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকের দিনে ১০ বারের মতো সিরিঞ্জ ফুটিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ পরীক্ষা করতে হয়। গুগল তাদের গোপন এক্স-ল্যাবে গত ১৮ মাস ধরে এই লেন্সটি তৈরি করেছে। এটা দেখতে সাধারণ লেন্সগুলোর মতো হলেও এর মধ্যে রয়েছে ক্ষুদ্রাকৃতির গ্লুকোজ সেন্সর আর...
Posted Under : Health News
Viewed#: 31
আরও দেখুন.

